প্রায় ৩ লক্ষ নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। ২ লক্ষ ৫০ হাজার কর্মজীবী নারীকে ল্যাকটেটিং ভাতা সহায়তা প্রদান করা হয়েছে। ২৪৮২৪ জন নারীকে ১৬৫২.৩০ লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। ১৯ লক্ষ নারীকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৩১৬৬ জন মহিলাকে আইনি সহায়তা এবং ৯৪৫ জন মা ও শিশুকে সহায়তা কেন্দ্রে আশ্রয় দেয়া হয়েছে। ১৫৩ জন মহিলা, শিশু ও কিশোরীদের নিরাপদ আবাসন সুবিধা প্রদান করা হয়েছে। কর্মজীবী হোষ্টেলের মাধ্যমে ১৪০০ জন কর্মজীবী মহিলার নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ৪৩টি ডে-কেয়ার সেন্টারের মাধ্যমে ২৭৩৮ জন শিশুকে সেবা প্রদান করা হয়েছে। “জয়িতা অন্বেষণে” প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে প্রতি উপজেলায় ৫টি ক্যাটাগরীতে ৫ জন নারীকে “জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা হয়েছে। ২৪৫ জন নারীকে উদ্যোগক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা প্রদান করা হয়েছে। আত্ননির্ভরশীল করার লক্ষে দরিদ্র মহিলাদের মধ্যে ২৭২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। চাকুরী বিনিয়োগ তথ্য কেন্দ্রের মাধ্যমে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS